Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

   

যুব সমাজকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরনের জন্য তাদের উদ্ভুদ্ধকরন,জ্ঞান ও  দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিনত করার জন্য যুব উন্নয়ন  অধিদপ্তর ১৮-৩৫ বছর বয়সের বেকার যুব ও যুব মহিলাদের নিয়ে কাজ করে যাচ্ছে।

 

যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুব ও যুব মহিলাদের দুই ধরনের প্রশিক্ষন দিয়ে থাকে।

 

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ

 

প্রশিক্ষণ ট্রেডঃ মৎস্য চাষ,হাঁসমুরগী পালন,গবাদী পশু , কম্পিউটার, সেলাই, ব্লক ও বাটিক প্রিন্টিং,ইলেক্ট্রিক, ইলেক্ট্রনিক্স, হাউজ ওয়ারিং, মোবাইল সার্ভিসিং ও স্থানীয় চাহিদার ভিত্তিতে যে কোন বিষয়।

 

প্রশিক্ষনের মেয়াদঃ ০১ মাস, ০৩ মাস, ০৪ মাস, ০৬ মাস।।

 

শিক্ষাগত যোগ্যতাঃ কম পক্ষে অস্টম শ্রেনী পাশ। তবে কম্পিউটার প্রশিক্ষনের ক্ষেত্রে এইচ,এস,সি পাশ হতে হবে।

 

ঋনঃ ৩০,০০০/ টাকা থেকে ১০০,০০০/ টাকা পর্যন্ত।

 

 

পরিশোধের মেয়াদঃ ০৩ (তিন মাস) গ্রেস পিরিয়ড।এর পর থেকে প্রতি মাসে একটা কিস্তি হিসাবে ২৪ মাসে টাকা পরিশোধ করতে হয়।

 

 

 অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ

 আবেদনের অনলাইন ঠিকানাঃএখানে ক্লিক করুন  

 

প্রশিক্ষণ ট্রেডঃ মৎস্য চাষ,হাঁসমুরগী পালন,গবাদী পশু , নার্সারি, সেলাই, ব্লক ও বাটিক প্রিন্টিং,মোবাইল সার্ভিসিং ও স্থানীয় চাহিদার ভিত্তিতে যে কোন বিষয়।

 

 

শিক্ষাগত যোগ্যতাঃ কম পক্ষে অস্টম শ্রেনী পাশ।

 

প্রশিক্ষনের মেয়াদঃ ০৭ দিন,১০ দিন, ১৫ দিন, ২১ দিন ও ০১ মাস।

 

ঋনঃ ৩০,০০০/ টাকা থেকে ৬০ ,০০০/ টাকা পর্যন্ত।

 

 

পরিশোধের মেয়াদঃ ০৩ (তিন মাস) গ্রেস পিরিয়ড। এর পর থেকে প্রতি মাসে একটা কিস্তি হিসাবে ২৪  মাসে টাকা পরিশোধ করতে হয়।

 

  

    

  

 

যুব সংগঠন তালিকাভূক্তকরনঃ এলাকার যুব সংগঠনকে তালিকাভূক্ত করে যুব কার্যক্রমের সাথে     সম্পৃক্ত করা।তাদেরকে প্রতি বছর কম পক্ষে ২৫,০০০/ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে প্রকল্প বাস্তবায়ন করার জন্য।